Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও নির্যাতনের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২০

দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহার ও কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম কে নির্যাতনের ঘটনায় মাধবপুরে র্কমরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও মৌন মিছিল করেছেন।

বুধবার সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে প্রায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে সাংবাদিক রাজীব দেব রায় রাজু সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লষ্কর, সমকাল প্রতিনিধি মোঃ আইয়ুব খান,  বাংলাদেশের খবর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম,আমাদের সময় প্রতিনিধি মোহা. অলিদ মিয়া, আমাদের নতুন সময় প্রতিনিধি বিকাশ রঞ্জন বীর,  নয়া দিগন্ত প্রতিনিধি আবুল খায়ের, জনকন্ঠ প্রতিনিধি শংকর পাল চৌধুরী, বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান, সাপ্তাহিক তথ্য বিচিত্রা প্রতিনিধি সৈয়দ শাহরুল ইসলাম সুমন, আমার সংবাদ প্রতিনিধি আলমগীর কবির, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি সুব্রত দেব, দৈনিক প্রভাকর প্রতিনিধি দুলাল সিদ্দিকী, অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভ্যানগার্ড বাংলাদেশ প্রতিনিধি আনিসুর রহমান মুক্তার, বিডি লাইভ টিভি প্রতিনিধি জাকির হোসেন, বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি লিটন পাঠান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.