Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বড় ধরনের লোক সমাগমের জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি।

তাছাড়া সবাই যাতে নিজ থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সেজন্য সবাইকে আহ্বান জানান তিনি।

জানা যায়, হাওর-বাওর আর বাউল গানের এলাকা হিসেবেই পরিচিত সুনামগঞ্জ। জেলার টাঙ্গুয়ার হাওর কিংবা স্বচ্ছ জলের যাদুকাটা নদী, কিংবা সীমান্তের বারেকটিলা, শিমুল বাগান অথবা পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেক দেখতে প্রতিদিন হাজারো পর্যটন ঘুরতে আসেন সুনামগঞ্জে।

এছাড়া সুনামগঞ্জের সকল বিদ্যালয়-কলেজ বন্ধ ঘোষণা করায় যেন পর্যটক সংখ্যা যেন বৃদ্ধি না পায় সেজন্যই এ নিষেধাজ্ঞা প্রদান করে প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.