Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বিয়েতে লোকসমাগম করায় প্রশাসনের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০২০

নিষেধাজ্ঞা অমান্য করে বিয়েতে লোকসমাগম করায় অভিযান চালিয়ে বর ও কনে পক্ষকে জরিমানা করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) কোম্পানিগঞ্জের শীলের ভাঙা নদী তীরে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যামান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উভয় পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষায় জনসমাগম নিষিদ্ধ হলেও বিয়ের আয়োজন করায় বর-কনে উভয়পক্ষকে জরিমানা করা হয়েছে।

এরাআগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক আদেশে ধর্মীয়-সামাজিকসহ সবপ্রকার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সব ধরণের লোকসমাগমও নিষিদ্ধ করা হয়।

এদিকে দেশে ক্রমেই বেড়ে চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। শুক্রবারও করোনা আক্রান্ত ৩ জন সনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.