Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হোম কোয়ারাইন্টাইনে ৯১ প্রবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২১ মার্চ, ২০২০

করোনা ভাইরাসের প্রতিরোধে সুনামগঞ্জে ইতালি, স্পেন, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি ফেরত ৯১ জন প্রবাসীকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে গেল ২৪ ঘন্টায় ৪৮ জন প্রবাসীকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।


তিনি বলেন, গেলো ২৪ ঘন্টায় আমরা ৪৮জনকে হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছি। তাই এখন পর্যন্ত জেলায় মোট কোয়ারাইন্টাইনে রয়েছেন ৯১জন প্রবাসী। আমরা তাদের ১৪ দিন বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছি। তাদের শরীরে কোন রকমের করোনা উপসর্গ পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ে করোনা প্রতিরোধে এক জরুরী সভায় ২২৮৮ জন প্রবাসী ১ মার্চ থেকে ১৭ মার্চ সুনামগঞ্জে আসার কথা জানালেও তাদের এখনো খোজতেছে স্বাস্থ্য বিভাগ।

এব্যপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমরা গতকাল তালিকাটা পেয়েছি। আমাদের মাঠ কর্মীরা তাদের খোজতেছেন। তাদের সবাইকে কোয়ারাইন্টাইনে থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.