Sylhet Today 24 PRINT

পেট্রোল বোমায় দগ্ধ বকুল দেবনাথ ঢাকা মেডিকেলে মারা গেছেন

২০ জানুয়ারি অবরোধে সিলেটে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ বকুল দেবনাথ ঢাকা মেডিকেলে মারা গেছেন।

নিউজ ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৫


২০ জানুয়ারি অবরোধে সিলেটে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ বকুল  দেবনাথ ঢাকা মেডিকেলে মারা গেছেন। তাঁর শরীরের ৭০ ভাগেরও বেশি পুড়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামক স্থানে চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছোড়ার ঘটনায় দগ্ধ চালক বকুল দেবনাথ (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টায় চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ২০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন বকুল দেবনাথ। নিহত বকুল দেবনাথ সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে।

চিকি‍ৎসকদের বরাত দিয়ে নিহতের ভাই রন্টু দেবনাথ জানান, গত ২০ জানুয়ারি হেলপাল কিবরিয়াকে সঙ্গে নিয়ে সিলেটের জয়ন্তপুর থেকে ট্রাকে বালুবোঝাই করে সিলেট সদরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামে স্থানে পৌঁছলে চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা।

এ সময় গুরুতর দগ্ধ হন চালক বকুল দেবনাথ। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে ৭ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

টানা ২১ দিনের অবরোধে এ পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি ঘটল । আহত শতাধিক মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন । আহতের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.