Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ২১ দোকানে ৪৭হাজার টাকা জরিমানা

তাহিরপুর প্রতিনিধি  |  ২২ মার্চ, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদরের বাজার ও বাদাঘাট ইউনিয়নের বাজারে ২১টি দোকানে মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় ৪৭হাজার জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ জরিমানা করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল- বাদাঘাট বাজারের জাহিদ ষ্টোর কে ৩হাজার,ফয়েজ ষ্টোরকে ৫হাজার,ভাই ভাই ষ্টোরকে ৫হাজার বাবুল ষ্টোল কে ৩হাজার টাকাসহ ২১টি দোকানীকে এ জরিমানা করা হয়।

এসয় বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার,তাহিরপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাগন উপস্থিত ছিলেন।             

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি জানান, নানান অজুহাতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কৃত্রিম সংকট দেখিয়ে দাম বৃদ্ধি ও দোকানীদের মূল্য তালিকা না থাকায় তাদের জরিমানা করে সর্তক করা হয়েছে। উপজেলার প্রতিটি বাজার বর্তমানে পুলিশ মনিটরিং ও অভিযান নিয়মিত পরিচালিত হবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.