Sylhet Today 24 PRINT

হাতে কোয়ারেন্টিন সিল, ব্যাংকে ঢুকতে পারলেন না প্রবাসী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০২০

মাত্র একদিন আগে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক প্রবাসী হাতে কোয়ারেন্টিন সিল নিয়েই টাকা তুলতে ব্যাংকে গেলেন। তবে ব্যাংকে গেলেও ব্যাংকে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকলি গ্রামের বাসিন্দা।

সোমবার (২৩ মার্চ) নগরের জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংকে যান আবদুল আউয়াল নামের এ প্রবাসী। এসময় তার হাতে কোয়ারেন্টিন সিল দেখে ফটকে থাকা সিকিউরিটি ও পুলিশ সদস্যরা বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানান। পরে ওই প্রবাসীকে ব্যাংক থেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে ফিরিয়ে দেওয়া হয়।

জানা যায়, রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সুনামগঞ্জের জগন্নাথপুরের ওই বাসিন্দা। তখন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। এজন্য তার হাতে সিল মারা হয়। কিন্তু এ নিয়মের তোয়াক্কা যে করবেন সে সময় কোথায়! তাই ঠিক পরেরদিন আজ সোমবার হাতে কোয়ারেন্টিন সিল নিয়েই বাড়ি থেকে সিলেটে টাকা তুলতে ব্যাংকে গেলেন এ প্রবাসী। এ সময় তার সঙ্গে ছিলেন বাড়ির তত্ত্বাবধায়ক। ব্যাংকে ঢোকার সময় নিরাপত্তাকর্মীরা ওই প্রবাসীর হাতে কোয়ারেন্টিন সিল দেখতে পান। তারা বিষয়টি ব্যাংকের কর্মকর্তাদের জানালে তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে ওই প্রবাসীর হাতে কোয়ারেন্টিনের সিল মেরে দেয়া হয়। পরে ওই প্রবাসী একটি মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কীভাবে তিনি ব্যাংকে গেছেন তা জানা নেই কারও।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মিত্র বলেন, যেখানে প্রবাসীদের অবাধে মেলামেশার বিষয়ে কড়া নজরদারি চলছে, সেখানে সরাসরি লোকসমাগমের মধ্যে প্রবাসীর আসার ঘটনা দুঃখজনক। তারা আইন কেন মানছেন না বিষয়টি আমাদের বোধগম্য নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.