Sylhet Today 24 PRINT

দিরাইয়ে রাতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

দিরাই প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে দিরাই বাজারের আকস্মিক অভিযান চালিয়ে শ্রীকান্ত রায় স্যানিটারি স্টোরকে ২ হাজার, লিটন গার্মেন্টসকে ২ হাজার ও শাওন গার্মেন্টসকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার এসআই রুপক কর্মকার, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মোশারফ হোসেনসহ পুলিশের সদস্যবৃন্দ।

ইউএনও সফি উল্লাহ বলেন, করোনাভাইরাস রোধে উপজেলা প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রাত ৮টার মধ্যে খাবার ও ঔষধের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের বেলা ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খেলা রাখায় জরিমানা করা হয়েছে। ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.