Sylhet Today 24 PRINT

জুড়ীতে থানায় নয়, অনলাইনে আইনি সহায়তা নেয়ার আহ্বান

জুড়ী প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনলাইনে আইনি সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ।

এ জন্য জনসাধারণকে ছোট ছোট আইনি সহায়তার (কোন জিনিস হারানো বিষয়ে জিডি, রিকল, আইনি নিরাপত্তা জনিত সাধারণ জিডি) ক্ষেত্রে এখন আর থানায় না এসে অনলাইনে আবেদন করার আহ্বান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

জুড়ী থানার অন্তর্ভুক্ত সকল নাগরিকের উদ্দেশ্যে ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এখন থেকে ছোট ছোট আইনি সহায়তার জন্য থানায় না এসে নিজ হাতে আবেদন করে তার একটি ছবি তুলে জুড়ী থানার ই-মেইলে অথবা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ০০৮৮০১৭১৩৩৭৪৪৪৫ এ পাঠান।

এছাড়া অন্যান্য যেকোনো প্রয়োজনে (নিরাপত্তা জনিত কারণে) সরাসরি জুড়ী থানার ওসির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।  

একইসাথে এলাকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহ লোক থাকলে এবং নতুন কোন প্রবাসী দেশে আসলে তাৎক্ষণিক ভাবে জুড়ী থানায় অবগত করার অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.