Sylhet Today 24 PRINT

করোনা সংক্রমন প্রতিরোধে রাস্তায় একদল তরুণ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২০

করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেটে যানবাহনে জীবানু নাশক স্প্রে করে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন একদল তরুণ।

সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলাচলকারী যানবাহনে স্প্রে করে স্বেচ্ছাসেবী সংগঠন পিজিএস'এর সদস্যরা। এসময় চালক ও যাত্রীদের শরীরেও জীবানু নাশক স্প্রে করেন তারা। সেই সাথে তাদের করোনা ভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ দেন।

পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস)'র সমন্বয়কারী চৌধুরী ঝর্ণা জানান, উন্নত বিশ্বে প্রতিটি অঞ্চলের যানবাহন স্প্রে করা হচ্ছে, আমাদের দেশেও এমনটা প্রয়োজন।

বিশেষকরে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে বিদেশ ফেরত লোকজন সঠিকভাবে কোয়ারেন্টিনের নিয়ম মানছেন না ; তাই এ অঞ্চলে সচেতনতা আরও বেশি জরুরি।

সেইসাথে নিজেদের তৈরি দুই হাজার মাস্ক হাসপাতালে ও নিম্ন আয়ের সাধারণ মানুষের কাছে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি দেশের লকডাউন এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে বলেও জানান তিনি।
  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.