Sylhet Today 24 PRINT

করোনা ভাইরাস প্রতিরোধে জৈন্তাপুরে লিফলেট বিতরণ করেছে

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২০

সিলেট জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন, ’যা যা করবেন এবং যা যা করবেন না’ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেছে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

২৪ মার্চ মঙ্গলবার বিকাল ৩টা থেকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চাঙ্গীল, রাংপানি, ৪নং বাংলা বাজার, আসামপাড়া, আদর্শগ্রাম ১নং নিজপাট ইউনিয়ন'র ডিবির হাওর, ঘিলাতৈল, ফুলবাড়ী, খলারবন্দ সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা অবলম্বনের জন্য লিফলেট বিতরণ করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবীর খান, মোঃ হানিফ, রেজওয়ান করিম সাব্বির ও শোয়েব উদ্দিন।

এদিকে শহরের পাশাপাশি গ্রাম অঞ্চল'র মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য মাইকিং করে সচেতন থাকার আহবান জানিয়ে জৈন্তাপুর মিনি ষ্টোন ত্রুাশার মিল মালিক সমিতির পক্ষ থেকে উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রচার  চালানো হচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.