Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সকল এনজিওর কিস্তি আদায় স্থগিত

দিরাই প্রতিনিধি  |  ২৫ মার্চ, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ের সকল এনজিও প্রতিষ্ঠান থেকে উত্তোলনকৃত ঋণের কিস্তি আদায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ কিস্তি স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় মানুষজন ঘর থেকে বের হতে পারবে না তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের নিকট থেকে বেসরকারি সংস্থা এনজিও ও সমবায় সমিতির কিস্তি (টাকা) আদায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনজিও ও সমবায়কে বিষয়টি অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, সকল জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থানের জন্য বলা হয়েছে। হাট-বাজার আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয় তদারকির জন্য উপজেলা প্রশাসনের একাধিক টিম কাজ করবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলার প্রত্যেক নাগরিককে এসব সিদ্ধান্ত মেনে চলার আহবান জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.