Sylhet Today 24 PRINT

এবার নগরীর পাড়া মহল্লায়ও জীবানুনাশক ছিটাচ্ছে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে সিলেট নগরীর বিভিন্ন সড়কে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রথমদিকে কেবল নগরীর প্রধান সড়কগুলোতে এ কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও এবার বিভিন্ন পাহাড় মহল্লার সড়কেও জীবানুনাশক ছিটানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কে জীবানুনাশক ছিটানো হয়।

সিসিক কর্মকর্তারা জানান, চারটি গাড়ি দিয়ে প্রতিদিন নগরীতে জীবানুনাশক ছিটানো হচ্ছে। ক্রমান্বয়ে নগরীর সবকটি রাস্তা ও রাস্তার আশপাশে জীবানুনাশক ছিটানো  হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমন রোধে শুক্রবার থেকে ৬টি গাড়ি দিয়ে জীবানুনাশক ছিটানো হবে। সেই সাথে নাগরিকদের সচেতন করে তুলতে বাসাবাড়িতে গিয়ে দেয়া হচ্ছে স্যানেটাইজার সামগ্রী।

এদিকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে নগরবাসিকে সরকার নির্দেশিত স্বাস্থ্য পরামর্শ মেনে চলার অনুরোধ জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সেইসাথে সামাজিক দুরত্ব বজায় রাখতে নগরবাসির প্রতি আহবান জানান তিনি।
পাড়া মহল্লার মোড়ে, কিংবা নিত্যপন্যের দোকানে একের অধিক লোক সমাগম থেকে বিরত থাকা, বাসাবাড়ি ও বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান সিসিক মেয়র।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.