Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর মাস্ক বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে নঈনারপার গ্রামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিজ উদ্যোগে মাস্ক ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করেছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দিন মজুর, রিকশাচালক, সিএনজি অটো চালক, ইজিবাইক চালক, পথচারীদের মাঝে ও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করেন।

আদমপুর ইউনিয়নের নঈনারপার বাজারের স্টাইল টেইলার্সের মালিক মতিউর রহমান তার দুই ভাই জিল্লুর রহমান ও জুয়েল মাহমুদকে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি সাব্বির এলাহী, ওয়ার্ড ইউপি সদস্য বশির বক্স, পল্লী চিকিৎসক সমীজ মিয়া ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রহমত আলী প্রমুখ।

ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান বলেন, অনেক শ্রমজীবী মানুষ সচেতনতা ও সামর্থ্যরে অভাবে মাস্ক ও হাত ধোয়ার ডিটারজেন্ট পাউডার কিনতে পারছে না। তাই নিজের দোকানে কাপড় দিয়ে মাস্ক বানিয়ে ও ডিটারজেন্ট কিনে এসব বিতরণ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.