Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যাবের টহল

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবিলায় ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবিগঞ্জের সড়কে সড়কে টহলের  মাধ্যমে সচেতনতামূলক মাইকিং করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালনা করেন সংস্থাটির সদস্যরা।

সন্ধ্যায় দেখা গেছে, হবিগঞ্জ শহরের প্রধান সড়কে একাধিক গাড়ি ও মোটসাইকেল নিয়ে টহল দিচ্ছেন র‍্যাব সদস্যরা। একইসঙ্গে তারা মাইকিং করে বলছেন, সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন করুন। নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত ধুয়ে থাকুন করোনামুক্ত।

এ সময় র‍্যাব সদস্যরা জেলার বিদেশফেরতদের এবং একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও বিভিন্ন ধরনের নজরদারি চালানো হয়েছে বলে জানিয়েছেন এএসপি আনোয়ার হোসেন শামীম।

তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। হবিগঞ্জেও দেখা দিতে পারে এই সংক্রমণ। এ থেকে উত্তরণ পেতে সচেতনতার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে র‍্যাবও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.