Sylhet Today 24 PRINT

গভীর রাতে কর্মহীনদের ঘরে খাবার নিয়ে গেলেন ওসি

বড়লেখা প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ ও উত্তর চৌমুহনী এলাকার তিনটি কলোনিতে প্রায় ৩০টি পরিবারের বাস। পরিবারগুলোর নারী সদস্যের কেউ হোটেলে, কেউ বাসাবাড়িতে কাজ করেন। হোটেল বন্ধ। বাসাবাড়িতেও কাজ বন্ধ করে দিয়েছেন মালিকরা। অন্যদের কেউ রিকশা চালান, কেউ চালান ঠেলা ভ্যানগাড়ি। আছেন প্রতিবন্ধীরাও। করোনাভাইরাস সংকটে এখন এরা সবাই কর্মহীন-বেকার।

বিষয়টি নজরে আসে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের। তিনি তার সহকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপর তৈরি করেন খাদ্যপণ্যের প্যাকেট। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি পেঁয়াজ।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় পৌর শহরের তিনটি কলোনিতে গিয়ে ৩০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্যপণ্য।

বিতরণকালে ওসির সঙ্গে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায় উপস্থিত ছিলেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক সোমবার বলেন, ‘এরা দিনমজুর মানুষ। তাদের সঞ্চয় শেষ। তাদের অবস্থা দেখে মনে হয়েছে সহযোগিতা করা দরকার। সহকর্মীদের সাথে কথা বলে উদ্যোগ নেই। প্রথম দফায় তিনটি কলোনির ৩০ পরিবারকে দেওয়া হয়েছে। অন্য কলোনিগুলোর আরও কিছু পরিবারে সহায়তা দেওয়ার উদ্যোগ আছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.