Sylhet Today 24 PRINT

দিনমজুরদের বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তাহিরপুরের ইউএনও

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২০

অসহায় দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বসতগৃহে উপস্থিত হয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায় ও দিনমজুর পরিবারে সার্বিক খোঁজ খবর নেন।

তাহিরপুর বাজারের দিনমজুর কাজি মিয়া, করোনাভাইরাসের কারণে রুজি রোজগার এক বারেই নাই। হঠাৎ ইউএনও স্যারের বাড়িতে এসে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল দিয়ে গেলেন।

রিকশা চালক আলী হোসেন জানান, ইউএনও স্যার অনেক উপকার করলেন। এখন করোনাভাইরাসের কারণে রিকশা চালাইয়া উপার্জন নাই কইলেই চলে। মানুষের চলাচল কমে গেছে। কোন রকমে দিন পার করছিলাম। এই খাদ্য দিয়া কিছু দিন ভালই চলতে পারমু।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, সংকটময় মুহূর্তে অসহায় ও দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ কাজ অব্যাহত থাকবে। আশা করি এলাকার বিত্তশালীরা এই সময়ে অসহায় ও দিনমজুর পরিবারের পাশে দাঁড়াবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.