Sylhet Today 24 PRINT

ভাড়া মওকুফের অনুরোধ জানিয়েছি, নির্দেশ দেইনি: সিসিক মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২০

ফাইল ছবি

সিলেটে বাসাবাড়িতে অবস্থানরত ভাড়াটিয়া ও বস্তির বাসিন্দাদের ভাড়া মওকুফ নিয়ে আবারও বিবৃতি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিবৃতিতে উল্লেখ করেছেন, তিনি মালিকদেরকে ভাড়া মওকুফ করার জন্য অনুরোধ জানিয়েছেন, কোন নির্দেশ দেননি।

মেয়র বলেন, ‘এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। এখন এই দুর্যোগকালীন মুহূর্তে সবাই যার যার অবস্থান থেকে গরীব ও দুঃস্থ মানুষের পাশে মানবিক হৃদয় নিয়ে এগিয়ে আসতে হবে। এই মানবিক দিক বিবেচনায় আমি বস্তিবাসী মানুষ, নিম্ন মধ্যআয়ের মানুষ এবং দোকান ভাড়া নিয়ে যারা ব্যবসা করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছি।’

মেয়র আরও বলেন, ‘যেসব সামর্থ্যবান মালিক এই আহবানে সাড়া দিয়ে ভাড়া মওকুফ করবেন শুধুমাত্র সেইসব মালিকদের জন্য সিটি করপোরেশন তার সাধ্য অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দেবে। এটা কোন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বাসাবাড়ির মালিকরা স্বতফুর্তভাবে এই মানবিক কাজে এগিয়ে আসলে দু:স্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.