Sylhet Today 24 PRINT

‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ি’

কুলাউড়া থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

কুলাউড়া প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২০

দুঃস্থ ও দিনমজুর মানুষেরা যাতে খাবারের জন্য করোনা ভাইরাস বিপর্যয়ের ঝুঁকি নিয়ে ঘরের বাইরে না বের হন সেজন্য কুলাউড়া থানা প্রশাসন ব্যতিক্রমী উদ্যােগ নিয়েছে। ফোনকল পেলেই  মানুষের বাড়িতে খাবার নিয়ে যাবে পুলিশ। ‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ি’ এমন শ্লোগানে এই কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবার থেকে নিজেদের উদ্যােগে ৪ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে থানা পুলিশ। খাদ্যসামগ্রীর প্যাকেটে ‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ি’ এই বাক্য সম্বলিত একটি লিফলেট লাগিয়ে দেয়া হয়েছে যাতে সাধারণ মানুষ করোন ভাইরাসের প্রাদুর্ভাবে অহেতুক ঝুঁকি নিয়ে বাহির না হন।

খাদ্যসামগ্রী বিতরণ তদারকি করবেন- অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক এলাকার দুঃস্থ, অসহায়, দিনমজুর মানুষের বাড়ি বাড়ি পুলিশের টহল গাড়ি করে খাদ্য সামগ্রীগুলো পৌছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও ১টি সাবান। খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে কুলাউড়া থানার ওসি’র সরকারি (০১৭১৩-৩৭৪৪৪৩) নাম্বারে ফোন দেয়ার জন্য আহবান জানানো হয়।

কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্ত্তী জানান, নিম্ন আয়ের মানুষ যাতে খাবার সংগ্রেহর জন্য ঝুঁকি নিয়ে ঘরের বাহির না আসে এজন্য তাঁদেরকে সবসময় সচেতন করে আসছি। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সচেতনতা কার্যক্রমের পাশাপাশি সাধ্যনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছি আমরা। অসহায় পরিবার দেখে দেখে এসব খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে । যাদের ঘরে খাবার নেই খবর পেলেই পৌঁছে দিবো আমরা। তবুও যেনো সবাই নিরাপদে থাকেন এটাই প্রত্যাশা।

কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান জানান, করোনা পরিস্থিতিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ মানুষদের থানা পুলিশের পক্ষ থেকে এই সহায়তা করা হচ্ছে। প্রথমদিন প্রায় অর্ধ শত পরিবারে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। এটা অব্যাহত থাকবে। তাছাড়া এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.