Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জেলা ছাত্রদলের ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর উপস্থিতে হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, মহিবুল ইসলাম সুমন, এমদাদুল হক চৌধুরী লিটন, রায়েদ চৌধুরী রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল রহমান শাওন, সাইদুর রহমান, আল আমিন তালুকদার, তৌহিদুল ইসলাম অনি, নিরব আহমেদ হানিফ, রুবেল খান, ক্বারি আ. মুতিন, সহসাধারণ সম্পাদক, শামছুল ইসলাম জুয়েল, আব্দুর রউফ, তাহির আলম, মো. মিনহাজ মিয়া, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব শুভ, আইন সম্পাদক ইমরান মিয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মুন্না আহমেদ, ইলিয়াস আলি, আশিকুর রহমান খান মজনু, রুয়েল, আবিদুর রহমান রাকিব, আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, মেহেদী হাসান, মো. সুমন মিয়া, খাইরুল সিয়াম, হাসান চৌধুরীসহ জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে করোনাভাইরাস মহামারীতে দেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই এই দুর্যোগময় মুহূর্তে জেলা ছাত্রদল শহরের বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শহরের প্রধান সড়ক ও হাটবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্প্রে করাসহ সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সামনে যে কোন পরিস্থিতিই আসুক না কেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সব সময় সাধারণ মানুষদের পাশে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.