Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে অসহায় মানুষদের খাবার সামগ্রী দিয়েছে র‌্যাব

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জে রাতের আঁধারে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ, দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-৯ সুনামগঞ্জের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের তৈঘরিয়ার লম্বা হাটি, বড়পাড়া, কালীবাড়ি, বর্নাণী পাড়া, মাহমুদপুর, মল্লিকপুরসহ বিভিন্ন স্থানে অসহায় মানুষকে খুঁজে বের করে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৯ সুনামগঞ্জের লে. কমান্ডার ফয়সল আহমদ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবণ, পেঁয়াজ ১ কেজি ও সাবান ১টি।

র‌্যাব-৯ সুনামগঞ্জের লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, করোনার বিস্তার প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যাতে বাসা থেকে বাইরে না বের হয়। সেই জন্য প্রথম দিন থেকে আমরা র‌্যাবের বিশেষ টহলের ব্যবস্থা করেছি এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি।

তিনি আরও বলেন, যারা দিনমজুর তাদের তালিকা আমরা তৈরি করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমি মনে করি এই দুঃসময়ে আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.