Sylhet Today 24 PRINT

সিসিকের খাদ্য ফান্ডে সাইফুর রহমানের পরিবারের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০২০

বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের পরিবারের পক্ষ থেকে কায়সার রহমান শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য গঠিত সিলেট সিটি করপোরেশনের ‘খাদ্য ফান্ড’ এ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র কাছে এ অনুদান প্রদান করা হয়।

মরহুম এম সাইফুর রহমানের পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ (লায়েক), ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আমিন বাকের, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.