Sylhet Today 24 PRINT

ভাড়া মওকুফ করলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতি বিবেচনায় নগরীর কুমারপাড়াস্থ নিজস্ব কলোনির বাসিন্দাদের এক মাসের ভাড়া মওকুফ করলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র পত্নী সামা হক চৌধুরী। নিম্নআয়ের শ্রমজীবী-কর্মহীন ১৮ পরিবারের প্রায় এক লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করেন তিনি।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় নিম্নআয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

এরই প্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলোনি মালিকদের ভাড়া মওকুফের আহবান জানান। সিটি মেয়রের আহবানে সাড়া দিয়ে আমার কলোনির প্রত্যেক ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিই।

বিশ্বব্যাপী এই মহামারির সময়ে নিম্নআয়ের কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়াতে সিলেট নগরীর বাসা ও কলোনি মালিকদের প্রতি আহবান জানান সামা হক চৌধুরী ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.