Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বাজার মনিটরিং ও জনসচেতনতামূলক প্রচারণায় ইউএনও

তাহিরপুর প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ ও বাজার তদারকিসহ বাজার ব্যবস্থার সার্বিক অবস্থার মনিটরিং করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের তাহিরপুর সদর বাজার, আনোয়ারপুর, ইসলামপুর, বাদাঘাট, চাঁনপুর, জয় বাংলা, শ্রীপুর বাজারসহ বিভিন্ন বাজারে নির্ধারিত ডিলারদের মাধ্যমে চাল বিতরণ করা হয়।

কার্যক্রম মনিটরিংয়ের সময় উপস্থিত সবার উদ্দেশ্যে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক পরামর্শ দেন ইউএনও।

এসময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ন্যায্যমূল্য নিশ্চিতে বিক্রি করা, জরুরি কাজ ব্যতীত বাজারে ঘোরাঘুরি না করা, দূরত্ব বজায় রেখে চলাফেরা, খাদ্য মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করা, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন।

এসময় বাজার কমিটির সভাপতি, সম্পাদক স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.