Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ১৩ শতাধিক পরিবারকে ব্র্যাকের অর্থ সহায়তা

দিরাই প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সরকারের নির্দেশনা মেনে নিরাপদে ঘরে থাকায় কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এ সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় দিরাই পৌর শহরের কালনী ব্রিজ সংলগ্ন এলাকায় পরিবার প্রতি ১৫ শত টাকা সহায়তা প্রদানের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল খানম প্রমুখ।

এ ব্যাপারে পারুল খানম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদে ঘরে থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাওর পাড়ের মানুষ। কর্মহীন হতদরিদ্র মানুষদের সহায়তায় ব্র্যাকের পক্ষ থেকে উপজেলার ১৩ শত পরিবারকে নগদ ১৫ শত টাকা করে প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.