Sylhet Today 24 PRINT

কোয়ারেন্টিনে থাকা শ্রমিক পরিবারকে রাতে খাবার পৌঁছে দিলেন ওসি

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালু পাথর শ্রমিক পরিবারে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। শুক্রবার রাত ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ওসি হোম কোয়ারেন্টিনে থাকা একটি সাত সদস্যের পরিবারে খাদ্য সহায়তা তুলে দেন।

জানা যায়, ঢাকার গাজীপুরে তৈরি পোশাক কারখানা শ্রমিক জহিরুল সর্দি জ্বর কাশিতে আক্রান্ত হয়ে মৃত্যুর পর নিকটাত্মীয় হিসাবে নামাজে জানাজা ও দাফনে শরীক হতে উপজেলার মাহতাবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন পার্শ্ববর্তী মল্লিকপুর গ্রামের শ্রমিক পরিবারের কয়েক সদস্য। জানাজা শেষে গ্রামে ফেরার পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে।

গ্রামবাসী রাতেই বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে ওই শ্রমিক পরিবারের নারী শিশু পুরুষ সহ সাত সদস্যকে বৃহস্পতিবার রাত হতে দুই সপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। এরপর থেকে নিজ বাড়ি হতে বের না পেতে ওই শ্রমিক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট।

ওসি আতিকুর রহমান শ্রমিক পরিবারের দুর্দশার কথা শুনে নিজের ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, পেয়াজ, আলু, সাবান, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে রাতে ছুটে যান শ্রমিকের গ্রামের বাড়ি মল্লিকপুর।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মল্লিকপুর গ্রামে শ্রমিক পরিবারের আঙ্গিনায় থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই বেলাল হোসেন, প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আলী আহমদ, গ্রামের সমাজসেবক আছদ্দর মল্লিকসহ ক’জন গ্রামবাসী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.