Sylhet Today 24 PRINT

শবে বরাতে নগরবাসীকে ঘরে ইবাদত করার আহবান মেয়রের

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতিতে আসন্ন শবে বরাতে ঘরে বসে ইবাদত বন্দেগী ও জিয়ারত করার আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি এ কথা বলেন।

জমায়েত বা লোক সমাগম করে মিলাদ মাহফিল না করার আহবান জানান তিনি। 

মেয়র বলেন, নবীজি বলেছেন দুর্যোগের অবসর সময় যার যার ঘরে বসে ইবাদত পালন করার কথা। তাই, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে স্রষ্টাকে স্মরণ করাই উত্তম। 

মেয়র নগরবাসীকে ঘর থেকে বসেই মাজার জিয়ারত করার কথা বলেন। 

যারা শবই বরাতে সাধারণ মানুষকে সাহায্য করতে চাইছেন, তারা যেন নিজ নিজ এলাকার প্রতিবেশী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করেন।

এমনকি সিটি করপোরেশন বা অন্য কোনো ফান্ডে সেই সাহায্য প্রদানের প্রয়োজন নেই বলেও জানান মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.