Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ পালনের আহ্বান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২০

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষে আসন্ন পহেলা বৈশাখ ১৪২৭ বাংলা তারিখে সকল ধরনের অনুষ্ঠান কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

সম্ভাব্য ক্ষেত্রে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ ১৪২৭ পালন করা যেতে পারে বলে অবহিত করেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’। তা পালনে দীর্ঘদিন ধরেই প্রস্তুত হচ্ছিল উপজেলার সর্বস্তরের জনগণ।

কিন্তু বাংলাদেশসহ গোটা বিশ্ব যখন চরম বিপর্যয়ের সম্মুখীন, তাই সরকারের নির্দেশ অনুযায়ী পহেলা বৈশাখের অনুষ্ঠান/কার্যক্রম বন্ধ থাকার জন্য এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.