Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে করোনা সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ, ল্যাবে প্রেরণ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২০

সিলেটের বিয়ানীবাজার থেকে কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত সন্দেহে এক রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ দল সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তির কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৩ এপ্রিল) এ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে। এক্ষেত্রে রোগী প্রথমে হাসপাতালের হটলাইন নম্বরে ফোন করে বিস্তারিত জানাবেন। এরপর উপসর্গ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বিশেষ টিম সন্দেহজনক রোগীর বাড়িতে গিয়েই নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।

অন্যদিকে, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড ও দুটি কেবিন প্রস্তুত রেখেছেন দায়িত্বশীলরা। তবে এখন পর্যন্ত আলাদা করার মতো কোন রোগীর সন্ধান না পাওয়ায় অনেকটা স্বস্তিতে প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.