Sylhet Today 24 PRINT

সিলেটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০২০

সিলেট নগরীতে শুরু হয়েছে কর্মহীন ও শ্রমজীবী নিম্ন আয়ের মানুষদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে নগরীর ১০টি পয়েন্টে সরকার নির্ধারিত ডিলারদের কাছ থেকে এই চাল কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষেরা।

প্রাথমিকভাবে সিলেটের মহানগর ও উপজেলা সদরসহ বিভিন্ন নির্ধারিত স্থানে এই চাল বিক্রি চলছে।

সিলেট মহানগরীতে প্রতিদিন ২০ টন চাল ১০ জন ডিলারের মাধ্যমে ক্রয় করতে পারবে সাধারণ মানুষ।

সিলেট সদর উপজেলা খাদ্য পরিদর্শক ফারিয়া শিরিন চৌধুরী জানান, জন প্রতি ৫ কেজি করে চাল ক্রয় কিনতে পারছেন। প্রতিদিন ১০টি করে ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, মূলত করোনাভাইরাসের সময় কর্মহীন মানুষগুলোর পাশে খাদ্য নিয়ে সহযোগিতা করতেই সরকারের এই উদ্যোগ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ১৬১ জন ডিলারের মাধ্যমে গত কয়েকদিন থেকেই চাল বিক্রি শুরু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.