Sylhet Today 24 PRINT

মাধবপুরে অসহায় ৩৫ পরিবার ঘরে বসে পেল খাদ্য সামগ্রী

মাধবপুর প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অসহায় ৩৫ পরিবার কে খুজে বের করে একটি সেচ্চাসেবী সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে ঘরে পৌছে দিল  খাদ্য সামগ্রী। তারা খাদ্য সামগ্রী গ্রহনকারী কাউকে লাইনে দাড় করায় নি। ফটোও তুলেনি,নীরবে তারা অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এগুলো পৌছে দিয়ে আসেন। সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাব নামের একটি সেচ্ছাসেবী সংগঠন তাদের চাঁদার টাকায়, চাল, ডাল, আলু, তেল, ও সাবান ক্রয় করে। উপজেলার, চৌমুহনী, বহরা ইউনিয়নের ৩৫ টি অসহায়  পরিবার খুজে বের করে তাদের মধ্যে  বিতরণ করে।

ক্লাবের সভাপতি  নাঈম উদ্দিন প্রিয় জানান, আমরা মানবিক কারনে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ফটোসেশন করে বা লাইনে দাড় করিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করতে আমাদের বিবেক দেয়নি। সমাজে তাদের সম্মান আছে। তাই ক্লাব সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনের পক্ষে প্রচার পত্র বিলি ও এলাকায় মাইকিং করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.