Sylhet Today 24 PRINT

শাহজালাল মাজারের কবুতর ও মাছকে খাবার দিলেন সাংসদ কয়েস

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে সঙ্কটে পড়েছে সিলেটের সাধারণ মানুষ। এ অবস্থায় জনপ্রতিনিধিদেরও কাছে পাচ্ছেন না তারা। এলাকায় নেই সিলেটের সাংসদদরা। তবে ব্যতিক্রম কেবল সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস।

করোনাভাইরাস সঙ্কট শুরুর পর থেকেই তিনি এলাকায় আছেন। এলাকার নিম্নবিত্ত মানুষদের মধ্যে ত্রাণ সহায়তাও বিতরণ করছেন।

কেবল সঙ্কটে পড়া মানুষদের নয়, সোমবার সিলেটের হযরত শাহজালাল (রঃ) মাজারের কবুতর ও গজার মাছেদেরও খাবার বিতরণ করেন কয়েস।

মাজারের মাছ ও কবুতরের মধ্যে খাবার বিতরণের ছবি নিজের ফেসবুকে যুক্ত করে কয়েস লিখেন- আমার নির্বাচনী এলাকার ২১টি ইউনিয়নে নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে হঠাৎ মনে হলো  হযরত শাহজালাল (রঃ) মাজারের জালালী কবুতর ও গজার মাছের জন্য খাবার দিয়ে আসি।
তাই আজ নিজ হাতে গজার মাছের জন্য ছোট মাছ ও জালালী কবুতরের জন্য ধান দিয়ে আসলাম।

হযরত শাহজালাল (রঃ) মাজারে প্রচুর কবুতরের বাস। যা জালালি কবুতর নামে পরিচিত। আর মাজারের পুকুরে রয়েছে গজার মাছ। এই কবুতর আর মাছ সিলেটের ঐতিহ্যেরও অংশ। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন মাজারে। তারা কবুতর ও মাছেদের মধ্যে খাবার বিতরণ করেন। তবে কনোরাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ রয়েছে দর্শনার্থীদের আসা। ফলে বিপাকে পড়েছে এখানকার মাছ ও কবুতরগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.