Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ছাত্রদলের বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২০

‘লাইনে দাঁড় করিয়ে নয়, বাড়ি বাড়ি যাই’ এই শ্লোগানকে ধারণ করে করোনাভাইরাসের বর্তমান সংকটে দেড় শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদল ও বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামড়াবন্দ, বাদাঘাট বাজার গ্রাম, মল্লিকপুর গ্রামের ১৫০টি শ্রমিক পরিবারে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তেল,চাল,ডাল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

ত্রাণ বিতরণ করেন সাবেক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ সম্পাদক এস এম মাহবুব মল্লিক, উপজেলা ছাত্রদল নেতা ওবাদুর রহমান (শাওন), বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মো. রাসেল মিয়া, আবুল কাশেম (সালমান)।

উপজেলা ছাত্রদল নেতা ওবাদুর রহমান (শাওন), বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মো. রাসেল মিয়া, আবুল কাশেম (সালমান)্ এর অর্থায়নে ও নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.