Sylhet Today 24 PRINT

মাধবপুরে বন্য শূকরের আক্রমণে আহত ১০

মাধবপুর প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে বন্য শূকরের আক্রমণে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাখর নগর গ্রামে এ ঘটনা ঘটে।

শূকরের আক্রমণের শিকার জুয়েল মিয়া জানান, সোমবার দুপুর ২টার দিকে একটি শূকর গ্রামে ছুটাছুটি করতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করতে থাকে। আচমকা শূকরের আক্রমণে গ্রামের পথচারী মানিক মিয়া, করির মিয়া, সোহেল মিয়া, মনছুর মিয়া, মজিদ মিয়া, হাসান মিয়াসহ অন্তত ১০ জন আহত হন।

আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে গ্রামবাসী নিজেদের বাঁচাতে লাঠি দিয়ে পিঠিয়ে শূকরটিকে মেরে ফেলেছে।

বাখর নগর গ্রামের বাসিন্দা সংবাদ কর্মী রাকিব জানান, রাতের কোন এক সময় শূকরটি খাদ্যের সন্ধানে অথবা পথ হারিয়ে পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। দিনের বেলায় ছুটাছুটি করতে গিয়ে মানুষকে সামনে পেলেই আক্রমণ করে। গ্রামবাসী এর আক্রমণ থেকে বাচতে দলবদ্ধ হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শূকরটিকে ঘিরে লাঠি পেটা করে হত্যা করে। করোনা আতংকের মধ্যে ও মৃত শূকরটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.