Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত, জরিমানা আদায়

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২০

গোলাপগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামজিক দূরত্ব বজায় রাখতে গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার (৬এপ্রিল) উপজেলার ঢাকাদক্ষিণ, ফুলবাড়ি, ভাদেশ্বর ইউনিয়নের ৬টি বাজারসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শবনম শারমিন।

এসময় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, বিনা প্রয়োজনে ঘুরাঘুরি সহ বিভিন্ন অপরাধে ৭জনকে ৪হাজার ৭০০টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে সবাইকে সচেতন হতে হবে। মেনে চলতে হবে সরকারি নির্দেশনা। আর এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.