Sylhet Today 24 PRINT

নিউজ সুনামগঞ্জ\'র উদ্যোগ অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তা

সুনামগঞ্চ প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে সুনামগঞ্জ শহরে প্রায় অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‌‌'নিউজ সুনামগঞ্জ ডট কম'।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে নিম্নবিত্ত পরিবারের মধ্যে সহায়তা দেয়া শুরু হয়। শহরের দুইজন সমাজসেবকের সহায়তায় এ কার্যক্রমে উদ্যোগ নেওয়া হয়। যার মধ্যে চাল, ডাল, তেল, আলু, বিস্কুট, সাবান প্যাকেটজাত করে অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।

বড়পাড়া এলাকার সহায়তা পাওয়া রিকশা চালক (৪৫) বলেন, গত কয়েক দিন ধরে ঘর থেকেই বের হতে পারছি না। রিকশা চালানো বন্ধ, ঘরেও খাওয়ার তেমন কিছু নাই। আপনারা সহায়তা দেয়ায় কিছুটা উপকার হয়েছে।

নিউজ সুনামগঞ্জ ডট কম-এর বার্তা সম্পাদক মোসাইদ রাহাত বলেন, বর্তমান পরিস্থিতিতে সবার অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের পক্ষ অল্প কিছু মানুষকে সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের উদ্যোগ চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.