Sylhet Today 24 PRINT

প্রশাসনের অনুরোধে ১ ঘণ্টা পূর্বে শায়খে ইমামবাড়ির জানাজা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২০

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি খলিফায়ে মাদানি আল্লামা শায়খ আব্দুল মোমিন এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

৮ এপ্রিল বুধবার প্রশাসনের অনুরোধে একঘন্টা পূর্বে আল্লামা শায়খ ইমামবাড়ির হাজারো মুসল্লিদের উপস্থিতিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পুরানগাও তিলিবিল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে এমদাদ উল্লাহ।

দেশব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কের কারণে বরেণ্য এই আলীমের জানাজায় নবীগঞ্জের প্রশাসনের অনুরোধে কম সময়ের মধ্যে সম্পন্ন হয়। পূর্ব নির্ধারিত এক ঘণ্টা পূর্বেই বাদ জোহর মরহুমের জানাজার নামাজ শেষ হয়। পরে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মাওলানা আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফিজ তাহফিমুল হক প্রমুখ।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গও ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জের পুরানগাঁও গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.