Sylhet Today 24 PRINT

সিলেটে দুদিন রিকশা-অটোরিকশাও চলতে পারবে না

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ এপ্রিল, ২০২০

সিলেটে দুদিনের জন্য রিকশা-অটোরিকশাসহ সবধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শবে বরাতে জনসমাগম রুখতে এ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। ফলে আজ বৃহস্পতিবার ও আগামীকাল সিলেটে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। তবে রোগিবহনকারী অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকেই দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করে লোকজনকে ঘরে থাকারও আহ্বান জানিয়েছে সরকার। তবু অনেকেই বেরিয়ে আসছেন রাস্তায়। রিকশা-অটোরিকশাসহ কিছু যানবাহন চলাচল করছে নগরীতে। আজ শবে বরাতের রাতে এসব যান চলাচল ও জনসমাগম বাড়তে পারে এমন শঙ্কায় সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) কাজী এম এমদাদুল ইসলাম এ নির্দেশনা জারি করেন। বুধবার নগরীতে এ ব্যাপারে মাইকিংও করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.