Sylhet Today 24 PRINT

হাওরে বোরো ধান কাটতে নিজ এলাকার শ্রমিক নিয়োগের নির্দেশ

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিটি ছোট বড় ২৩টি হাওরে পাকা বোরো ধান কাটতে অন্য জেলার লোক নিয়োগ না করে নিজ নিজ এলাকার শ্রমিক নিয়োগ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জেলা প্রশাসকের বরাত দিয়ে এই নির্দেশনা দেন তিনি।

জানা যায়, উপজেলার বিভিন্ন হাওরপাড়ের কৃষক পরিবার কষ্টের ফলানো এক ফসলি বোরো ধান পাকতে শুরু করেছে। আর কিছু কিছু জমির ধান ইতিমধ্যে পেকে গেছে। প্রতি বছরের এই সময়ে দেশের বিভিন্ন জেলার লোকজন ধান কাটতে এই জেলার ১১টি উপজেলায় দল বেধে আসে। এতে করে জেলায় শ্রমিক সংকট হয় না।

কিন্তু এবার করোনাভাইরাসের কারণে মারাত্মকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে বলে জানান হাওরপাড়ের কৃষকগণ। তারা বলেন, এই মুহূর্তে কোনও এলাকার শ্রমিকরাই আসছেন না, আর আসতে চাইছেনও না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্যই সবাইকে সর্তকতা অবলম্বন করে নিজ নিজ এলাকার ধান কাটার শ্রমিক নিয়োগ করার করা প্রয়োজন। কারণ অন্য জেলা থেকে ধান কাটার শ্রমিক আসলে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই নিজের নিরাপত্তার জন্যই নিজ নিজ এলাকার শ্রমিক নিয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.