Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৪৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সদর ইউনিয়নের ১৮টি গ্রামের ৪৫০ পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদের সহোদর জেলা যুবলীগ নেতা ছালেহ্ আহমদ জুয়েল খাদ্য সামগ্রীগুলো সদর ইউপির সোনাতুলা-ছিকামহল, অজিমর-মহদিকোনা, বিছরাবাজার-আদ্যিতের মহাল, গ্রামতলা-গঙ্গারজল, জফরপুর-হাটবন্দ, হিনাইনগর-মুছেগুল, কেছরিগুল-সাতকরাকান্দি-কুতুবনগর, উত্তর ডিমাই-ষাটমাপার, ডিমাই গ্রামের ৪৫০ পরিবারের মধ্যে এগুলো বিতরণ করেন।

প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, আধলিটার তেল দেওয়া হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি তিনি করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালান। এ সময় তার সঙ্গে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবলীগের নেতা ছালেহ আহমদ জুয়েল বলেন, করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষজন অসহায় পড়েছে। কর্মহীন হওয়ায় বন্ধ রয়েছে তাদের আয়ের উৎস। এসব

মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ দ্বিতীয় দফায় সদর ইউপির নয়টি ওয়ার্ডের প্রায় ৪৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

এর আগে তিনি ২২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.