Sylhet Today 24 PRINT

রাগীব-রাবেয়া মেডিকেলে চিকিৎসাসেবায় হটলাইন চালু

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২০

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালটি চিকিৎসাসেবা দিতে হটলাইন চালু করেছে।

হাসপাতালের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধ কল্পে এই হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে নিজস্ব উদ্যোগে PPE (Personal Protective Equipment) প্রদান করা হয়েছে। ফলে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ নিজেরা সুরক্ষা থেকে আগত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হচ্ছেন। এছাড়া জ্বর, হাঁচি-কাশিসহ আগত রোগীদের জন্য পৃথক ফ্লু-কর্নার স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

রোগী ও দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য হাসপাতালের কয়েকটি স্থানে সাবান-পানির ব্যবস্থা, বিশুদ্ধ করণের জন্য হ্যান্ড-স্যানিটাইজার এবং জীবাণু নাশক স্প্রে’র ব্যবস্থা রয়েছে।

রোগীদের সুবিধার্থে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হটলাইন নম্বর ০১৭৫২৬৩৬৩০১, ০১৭২২২৫৫২৩৩ চালু করা হয়েছে। রোগীরা প্রয়োজনে উক্ত নম্বর সমূহে কল করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন।

এছাড়া এই কলেজের মানসিক রোগ বিভাগ আলাদা ভাবে বিষণ্ণতা হতাশা, বিরক্তিভাব, ঘুমে সমস্যা, মেজাজ খিটখিটে থাকা পারিবারিক অশান্তিগ্রস্ত রোগীদের সেবার জন্যে টেলিমেডিসিন এর ব্যবস্থা করেছে। হটলাইন নাম্বারগুলো প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। নাম্বারগুলো হচ্ছে: ০১৭১৯১৬০৪০৭, ০১৭১১৩৬৬১১৭ এবং ০১৭১১৩৬৩৮৪৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.