Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে খাদ্য সংকটে গারো পল্লীর বাসিন্দারা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২০

প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সরকারী ছুটি ঘোষণা করা হয়, তারপর ধাপে ধাপে যানবাহন চলাচল থেকে শুরু করে দোকানপাট বন্ধের নির্দেশ আসে। অঘোষিত এ লকডাউনের কবলে পরে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন শ্রীমঙ্গলের আদিবাসী গারো সম্প্রদায়ের লোকজন।

শ্রীমঙ্গলের গারো জনজাতির ৩৫ টি পরিবারের ২ শতাধিক দরিদ্র মানুষ বসবাস করেন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপির ৯ নং ওয়ার্ডে।

যা ফিনলে চা কোম্পানির এর ফাঁড়ি বাগান সোনাছড়া চা বাগানের ভিতরে গারো টিলা নামে পরিচিত। শহর থেকে দূরত্ব বেশী হওয়ায় এবং যোগাযোগের জন্য যানবাহন অপ্রতুলতায় তারা না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় গারো পুঞ্জি প্রধান জর্নেস সাংমা জানান এখন পর্যন্ত গারো পল্লীর বাসিন্দারা কোনো ধরণের সরকারি, বেসরকারি, সাহায্য সহযোগিতা পাননি।

তিনি বলেন,আমাদের পুঞ্জির ৩৫ পরিবারের ১৯ পরিবারের ১৯ জন স্থানীয় চা বাগানে স্থায়ী শ্রমিক হিসাবে হিসাবে কর্মরত রয়েছেন কিন্তু চা বাগানের একজনের রোজগারে চলার মতন নয় লক ডাউনের কারণে ১৯ পরিবারের অন্য উপার্জন সক্ষম সদস্যরা কাজে যেতে পারছেন না। এর বাহিরে অন্য ১৬ পরিবারে শতাধিক মানুষের জীবন যাপন অনাহার, অর্ধ অনাহারে যাচ্ছে।

তিনি দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.