Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

মাধবপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২০

মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে দু'দল লোকের মধ্যে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

খবর পেয়ে  ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এতে গুরুতর  আহত এমাম মিয়া,  সোহেল, মখলেছ, শাহীন, ফাতেমাকে হবিগঞ্জ  সদর আধুনিক হাসপালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

জানা যায়,  খেলা নিয়ে দুই যুবকের মধ্যে তর্কের জের ধরে গ্রামের সাহেদ খন্দকার ও ওসমান মিয়ার লোকজন  বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউপি সদস্য শেখ হাবিবুর রহমান জানান, গ্রামবাসী ও পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক আছে।

ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, বিষয় টি গ্রামের মুরব্বিদের নিয়ে সামাজিক ভাবে নিস্পত্তি করার উদ্যেগ নেয়া হয়েছে। দেশে করোনা ভাইরাসের কারণে মানুষ আতংকিত এসময় সামান্য বিষয় নিয়ে সংঘর্ষে জড়ানোর ঘটনা দুঃখজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.