Sylhet Today 24 PRINT

বড়লেখায় অটোরিকশা পুড়ানোর মামলায় জামায়াত নেতা গ্রেফতার

২০ দলের ডাকা অবরোধ চলাকালে সিএনজি-অটোরিকশা পুড়ানোর সাথে সম্পৃক্ততার সন্দেহে মুজাহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৫


মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ জানুয়ারি রাতে উপজেলার রতুলি বাজার এলাকার কুমারপাড়ায় সিএনজি অটোরিকশা পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসা অধ্যক্ষ ও জামায়াত নেতা মুজাহীদুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মুজাহীদুল ইসলাম সুজানগর ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আকবর হোসেন ও এসআই মেহেদী হাসানের নের্তৃত্বে পুলিশ ২৬ জানুয়ারি রাতে সুজানগর থেকে তাকে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে মুজাহীদুল ইসলাম জামায়াতের রুকন। ২০ দলের ডাকা অবরোধ চলাকালে সিএনজি-অটোরিকশা পুড়ানোর সাথে সম্পৃক্ততার সন্দেহে মুজাহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গাড়ী পুড়ানোর ঘটনায় অটোরিকশা চালক রোশন আহমদ বাদী হয়ে গত ২২ জানুয়ারি থানায় মামলা করেন। মামলা নং-১১।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মুজাহীদুল ইসলাম জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তিনি জামায়াতের রুকন।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.