Sylhet Today 24 PRINT

তারাপুর গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০২০

কোনোরূপ জনসমাগম ছাড়াই সিলেটে পালন করা হয়েছে তারাপুর গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) তারাপুর চা বাগানের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন চা বাগানের সেবায়েত পঙ্কজকুমার গুপ্ত। এছাড়া আরও অনেকে ব্যক্তি উদ্যোগে পুস্পস্তবক অর্পন করেন। তবে করোনাভাইরাসের কারণে কোনো জনসমাগমের আয়োজন করো হয়নি।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৮ এপ্রিল সকাল ১১ টার দিকে পাক সেনারা তারাপুর চা বাগানের তৎকালীন মালিক, কর্মকর্তা, কর্মচারী, চা শ্রমিককে ধরে নিয়ে যায়। পাশ্ববর্তী মালিনীছড়া চা-বাগানের ছোট বাংলার নীচে বর্বর হত্যাকাণ্ডের শিকার হন বাগানের সেবায়ত পরিবারের পাঁচজন সহ মোট উনচল্লিশ জন। সেদিন ভাগ্যকর্মে দুজন শ্রমিক গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এসে ঘটনার বিবরণ দেন।

সকালে চা বাগানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করতে যান সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। তিনি বলেন, অন্যান্য বছর এদিনে বাগানে নানা আনুষ্ঠানিকতা করা হলেও এবছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কোন আনুষ্ঠানিকতা ছিল না। শুধুমাত্র সেবায়ত ও বাগানে বসবাসকারী শহিদ পরিবারের কয়েকজন সদস্য সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত ভাবে নিজেদের বাড়ির ফুল একা একা এসে দিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.