Sylhet Today 24 PRINT

পালিয়ে থাকা সিলেটের করোনা আক্রান্ত যুবক শামসুদ্দিনে

নিজস্ব প্রতিবেদক  |  ২০ এপ্রিল, ২০২০

সিলেটের খাদিমপাড়ায় করোনাভাইরাস শনাক্ত হওয়া পলাতক ওই যুবকের সন্ধান মিলেছে। তাকে ভোররাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টায় তাকে শামসুদ্দিনে ভর্তি করানো হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

আক্রান্ত ব্যক্তি পেশায় একজন ইজিবাইক চালক ও খাদিমপাড়ায় তার শ্বশুর বাড়ি বলে জানা গেছে। শ্বশুরবাড়িতে থেকেই তিনি টমটম চালাতেন।

বিজ্ঞাপন

রোববার রাতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ বলেন, ওই ব্যক্তি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। এই সময়ে তিনি বাড়ি থেকে বের হননি। তবে রোববার রাতে তিনি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। শ্বশুরবাড়ির লোকজনই তাকে লুকিয়ে রাখতে পারে।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা এখন ভালো আছে। তার শ্বশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ভোররাতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা ওই যুবককে খুজে বের করে হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রসংগত, রোববার রাত দশটার দিকে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়। 

তিনি বলেন, রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছিলো তাদের মধ্যে খাদিমপাড়ার এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে বলে রাতে আইইডিসিআর থেকে আমাদের জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.