Sylhet Today 24 PRINT

অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

তাহিরপুর প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতির কারণে হাওরে শ্রমিক সঙ্কট দূর করতে কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে'র নির্দেশনায় অসহায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মো. অলিদ মিয়াকে সাথে নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতা আশ্রাউলজ্জামান ইমনের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে জমির পাকা ধান কেটে দেন।

বিজ্ঞাপন

এ সময় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসানুজ্জামান শোভন, জাহিদ হাসান রুবেল, আল তায়েফ শাওন, রুবায়েত আলম রুবেল, লুৎফর রহমান সোহাগ, আহমেদ জুয়েল, রকিব রহমান, কফি আনান, রবিন, উদয়, সাগর, সৌরভ, রাজন, জিসানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

ছাত্রলীগ নেতা ইমন জানান, খবর পাই কৃষক অলিদ মিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি শ্রমিক সঙ্কটের কারণে তার পাকা ধান কাটতে পারছেন না। কালবৈশাখী মাসে যেকোনো সময়ে ঝড়-বৃষ্টি হলে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটার সরঞ্জাম নিয়ে কৃষকের জমির পাকা ধান কেটে দেই।

ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মো. অলিদ মিয়া জানান, একদিকে বন্যার পূর্বাভাস আর অন্যদিকে শ্রমিক না পাওয়ায় উপজেলার শনির হাওরে আমার এক মাত্র সম্বল ৩ বিঘা জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় অস্থির ছিলাম। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির পাকা ধান কেটে দিয়ে আমায় পরিবারে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.