Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, বাসা লকডাউন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২০

দেশে করোনা সংক্রমণ শুরুর এক মাস ১৭ দিনের মাথায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ শুক্রবার উপজেলার এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন৷

আক্রান্ত ব্যক্তি একটি বেসকারি ব্যাংকে কর্মরত আছেন বলে জানা গেছে। তার বয়স ২৬ বছর৷

এদিকে আক্রান্ত ব্যক্তি যে ভবনে থাকেন সে ভবনটি লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন৷

বিজ্ঞাপন



উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান,  ওই ভবনে বসবাসরত সকলকে ভবন থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ভবনে আক্রান্ত ব্যক্তির সাথে আরও কয়েকটি বেসরকারি ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তাও রয়েছেন৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.