Sylhet Today 24 PRINT

কৃষকের ধান কেটে দিলো সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট এবং আগাম বন্যার আশঙ্কায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার কালিপুর এলাকা কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এসময় শ্রমিক সংকটের মধ্যে ধান কেটে দেওয়ায় পৌর ছাত্রলীগকে ধন্যবাদ জানান ওই কৃষক।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায় বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় আমরা হাওরে ধান কেটেছি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট শ্রমিক সংকটের কারণে আমাদের মূল লক্ষ্য বন্যার আগে ধানগুলো কৃষকের ঘরে তুলে দেয়া এবং ছাত্রলীগ সবসময় মানুষের পাশে রয়েছে।

ধান কাটায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ইকবাল মাহমুদ শাহরিয়ার, সহসভাপতি মৃণাল শ্যাম, দেবব্রত দাস, তন্ময় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জয় তালুকদার, রুহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুদীপ কান্তি দাস, প্রচার সম্পাদক প্রান্ত কর ও ছাত্রলীগ নেতা টিপু তালুকদার ও সৈকত কর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.