Sylhet Today 24 PRINT

ছেঁড়া পান দেয়ায় জৈন্তাপুরে দোকানির উপর হামলা, একজন আহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

সিলেটের জৈন্তাপুরে পান ক্রয় করতে এসে কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে সংঘর্ষে একজন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইলিম উদ্দিন (৩৫)। তিনি ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। তিনি চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার দোকানদার মঈন উদ্দিনের ভাতিজা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ছেঁড়া পান দেয়ায় দোকানদার মঈন উদ্দিনের সাথে ক্রেতা সাঈদ আলীর কথা-কাটাকাটি হয় তখন স্থানীয় এলাকাবাসী তাদের সরিয়ে দেয়। একপর্যায়ে সাইদ আলী তার ভাই ময়নুল, আফতাব আলী, ইয়াকুব আলী, নজরুল, রিপন দেকে ডেকে এনে দেশিয় অস্ত্র নিয়ে দোকানদার মঈন উদ্দিনের উপর হামলা চালায়। এমন পরিস্থিতি দেখে দোকানদার মঈন উদ্দিনের ভাতিজা ইলিম উদ্দিন তার চাচাকে বাঁচাতে এগিয়ে আসলে তার উপর অতর্কিত ভাবে হামলা চালায় এতে ইলিম গুরুতর আহত হন এবং দোকান লুটপাট করে নিয়ে যায়।

বর্তমানে ইলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.